| বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০
কবিতা – ভাবনা
তুমি কী দেখছ ভেবে
পৃথীবির প্রান্তে প্রান্তে,
কতশত মজলুম আজ
অসহায় হয়ে কাঁদছে।
তুমি কী দেখছ ভেবে
মানুষ গুলো আজ
হয়ে গেছে পশু,
নইলে কী আর ধর্ষিত হয়
সাত বছরের শিশু।
তুমি কী দেখছ ভেবে
কতশত জন
না খেয়ে যায় ঘুমাতে,
কতশত মজলুৃম
নির্বাক চেয়ে থাকে
রাস্তার ফুটপাতে।
তুমি কী দেখছ ভেবে
চারদিকে শুধুই
আজ দূর্ণনীতি,
নেই তো সমাজ কর্তাদের
কোন নীতি।
দেখছ ভেবে কী তুমি
এসব কিছু রুখতে হলে,
তুমাকে হতে হবে পাঞ্জেরী!
Posted ১:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি