| শুক্রবার, ১৪ আগস্ট ২০২০
আটোয়ারীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মৌন শোক অবস্থান কর্মসূচী পালিত
পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মৌন শোক অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আটোয়ারী উপজেলা শাখার আয়োজনে শুক্রবার (১৪ আগষ্ট) সকাল ১১ঘটিকায় উপজেলা সদরে অবস্থিত কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সামনের রাস্তায় দাড়িয়ে এ শোক কর্মসূচী পালন করা হয়।
এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আটোয়ারী শাখার সভাপতি সাংবাদিক মনোজ রায় হিরুর নেতৃত্বে আয়োজিত মৌন শোক অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান। অন্যান্যের মধ্যে আয়োজিত কর্মসূচীতে আরোও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের সদস্য মো: মাজেদুর রহমান বকুল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আটোয়ারী শাখার সাধারন সম্পাদক ব্যবসায়ী গনেশ চন্দ্র ঘোষ ভানু, সহ-সভাপতি ব্যবসায়ী প্রদীপ কুমার বর্মন সহ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা-কর্মী সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
Posted ১:৫৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ আগস্ট ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি