মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
অভিনব পদ্ধতি পাচারকালে বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রাম পেঁচোর বাওড় এলাকা থেকে ৫০ বোতল ফেনসিডিল সহ দুইজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে একটি মোটর সাইকেলের ট্যাংকি তল্লাশি করে তাদের মটর সাইকেল সহ আটক করে। আটককৃতরা হলো বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের আমির হোসেন এর ছেলে আশিকুল হোসেন (৪০) ও একই থানার নরানপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন এর ছেলে ইকবল হোসেন (২০)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে পেঁচোড় বাওড় এলাকার পিলখানার সামনে থেকে ওই দুইজনকে আটক করা হয়। এসময় তল্লাশি করে তাদের মটর সাইকেলের ট্যাংকি থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানের সময় তার সাথে থানার এস আই রোকনুজ্জামান ও একজন কনষ্টবল ছিল ।
আটককৃতদের নামে মাদক মামলা দিয়ে আগামিকাল যশোর আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।
Posted ২:৩৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি